খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বাস টার্মিনালে আগুনে ভস্মীভূত হয়েছে অর্ধশতাধিক দোকান। মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত সোয়া ১ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে বাস টার্মিনালের কাঁচা ও আধা পাকা অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এসময় কোনো ব্যবসায়ীই তাদের দোকানের মালামাল রক্ষা করতে পারেনি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
আগুনের খবর পেয়ে খাগড়াছড়ি থেকে ১টি ও দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এগিয়ে আসে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, একটি ফুলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।