তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেত্রী শিরিন মাজারিকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর আবারও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ মে) মাজারির মেয়ে ইমান জয়নব মাজারি-হাজিরের বরাত দিয়ে এ তথ্য জানায় জিও টিভি।
ইমান বলেন, 'এই পিটিআই নেত্রীকে জেলের বাইরে থেকে গ্রেফতার করা হয়। শিরিন মাজারিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমরা জানি না।' ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মুক্তি পায় শিরিন
প্রতিবেদনে বলা হয়, মুক্তির কয়েক মিনিট পর কারাফটক থেকেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেত্রী শিরিন মাজারিকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশে মুক্তি পাওয়া সিনেটর ফলক নাজকেও আবার গ্রেপ্তার করা হয়।
ইমান এক টুইটে লিখেছেন, 'সিনেটর ফালাক নাজের পরিবার ও আমি (এবং আমাদের আইনজীবী) আদিয়ালা কারাগারের বাইরে আমার মা ও ফালাক নাজকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছিলাম। ইসলামাবাদ পুলিশ কারাগারের বাইরে থেকে তাদের গ্রেপ্তার করে। আমরা জানি না তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে।'
এ ছাড়া পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে আজ হাইকোর্টের বিচারপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেব জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণের (এমপিও) ৩ ধারায় মাজারির গ্রেপ্তার অবৈধ ঘোষণা করে তার মুক্তির আদেশ দেন।