বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চিরিরবন্দরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৭ মে ২০২৩, ১৪:১০

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম মনজুরুল ইসলাম (২২)। সে উপজেলার পুনট্টি ইউনিয়নের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহপুর কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আসাদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

নিহত মনজুরুলের ভাই ফরিদুল ইসলাম দাবি করেন, তার ভাই কৃষিকাজ করেন। রাতে খাওয়াদাওয়া শেষ করে তিনি বাড়ির বাইরে বের হন। অনেক রাত পর্যন্ত ফেরেননি। পরে খোঁজাখুঁজি করে কামারপাড়া এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। কেনো তাকে গুলি করা হলো, সে বিষয়ে তারা কিছু বুঝতে পারছেন না।

ইত্তেফাক/আর