মাউন্ট এভারেস্টে ভিক্টর ব্রিনজা নামের এক মলদোভান পর্বতারোহীর মৃত্যু হয়েছে। পর্যটন বিভাগের কর্মকর্তা যুবরাজ খাতিওয়াদার বরাতে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বুধবার (১৭ মে) ভোরের দিকে ক্যাম্পে তার মৃত্যু হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মাউন্ট এভারেস্ট ও লটসের মধ্যবর্তী এলাকায় ক্যাম্পে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভিক্টর ব্রিনজা। তিনি 'হিমালয়ান ট্র্যাভার্স অ্যাডভেঞ্চার' পরিচালিত একটি অভিযানের অংশ নিয়েছিলেন।
ভিক্টর ব্রিনজার মরদেহ নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হচ্ছে। নেপালি কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের সর্বোচ্চ এই পর্বতে চলতি পর্বতারোহণ মৌসুমে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।