বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কালবৈশাখী ঝড়ে যুবলীগ নেতার মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২৩, ১৭:৩১

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে দোকানের ওপর বৃক্ষ উপড়ে যুবলীগ নেতা সুজন মিয়া (৩৫) মারা গেছেন। সুজন দুরমুঠ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি আমবাড়িয়া গ্রামের সোজা মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে ফুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড় ওঠে। এ সময় ফুলতলা বাজারের পুরনো কড়ই গাছ উপড়ে দোকানের ওপর পড়লে ঘটনাস্থলেই সুজন মারা যান।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম গাছের নিচে আটকাপড়া আরও ৬/৭ জনকে উদ্ধার করেছে। ঝড়ে বিভিন্ন স্থানে গাছপালা-ঘরবাড়ি-বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত হয়। এতে মধ্যরাত পর্যন্ত সকল যান চলাচল বন্ধ থাকে। ঝড়ের পর থেকে বিদ্যুতেরও বিপর্যয় ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা জানান, ঝড়ের পরপরই প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

ইত্তেফাক/পিও