শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাজাম শেঠির মানসিকভাবে সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন রমিজ 

আপডেট : ১৭ মে ২০২৩, ১৯:৩১

এবারের এশিয়া কাপের আসর হওয়ার কথা পাকিস্তানে। তবে পাকিস্তানে খেলতে ভারতের অনাগ্রহের কারণে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ‘হাইব্রিড’ প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। তবে সেই প্রস্তাবও টিকেনি। আর তাই নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডের মাটিতে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেয় পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।  

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

পিসিবি চেয়ারম্যানের এমন প্রস্তাব নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এমন প্রস্তাবের সমালোচনা করে নাজাম শেঠির মানসিক সুস্থতা নিয়ে প্রশ্নও তুললেন সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘এশিয়া কাপ লর্ডসে হলে দারুণ হবে, পিসিবি চেয়ারম্যানের মুখে এই কথা শুনে আমি বিস্মিত। তিনি মানসিকভাবে সুস্থ আছেন তো? যেখানে বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজনের প্রধান লক্ষ্যই হচ্ছে দলগুলো যেন উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারে।’

সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের ভেন্যু নিয়েও নাজাম শেঠির প্রস্তাবের সমালোচনা করেন রমিজ। সম্প্রতি সংবাদমাধ্যমকে পিসিবি চেয়ারম্যান জানান, আগামী পিএসএল দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে। এই প্রসঙ্গে রমিজ রাজা আরও বলেন, 'আরও একটা কথা, যেটা আমাকে রাগান্বিত করেছে, পিসিবি চেয়ারম্যান বলছেন, করের ঝামেলার কারণে তারা আরব আমিরাতে পিএসএল আয়োজন করতে চান। একদিকে আপনি বলছেন, পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ, অন্যদিকে বলছেন পাকিস্তানে পিএসএল হওয়া উচিত নয়। এর মানেটা কী?'  

  

ইত্তেফাক/জেডএইচ