মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বোরহানউদ্দিন উপজেলার শ্রেষ্ঠ কলেজশিক্ষক মনিরুজ্জামান 

আপডেট : ১৭ মে ২০২৩, ২১:২৫

ভোলা জেলার বোরহানউদ্দিনে উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজশিক্ষক নির্বাচিত হয়েছেন বোরহানউদ্দিন মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার একেএম ছালেহ উদ্দিন মঙ্গলবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। এতে শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি আমার দায়বদ্ধতা অনেকাংশে বেড়ে গেল। 

কলেজ অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, উপাধ্যাক্ষ মো. সোহরাব হোসেন বলেন, এ পর্যন্ত ৩ বার তিনি জেলা, উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। আমরা তার মঙ্গল কামনা করছি।

জেলা শিক্ষা অফিসার একেএম ছালেহ উদ্দিন বলেন, ৪ সদস্য বিশিষ্টি একটি বিচারক প্যানেল ও পাঠক্রমিক কার্যাবলীসহ বিভিন্ন ক্যাটাগরির মূল্যায়ন করে এ ঘোষণা দেওয়া হয়েছে। এতে পড়াশোনার মান বাড়বে।

উল্লেখ্য, মনিরুজ্জামান ২০১৭ সালে উপজেলা ও জেলা, ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজশিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি।

ইত্তেফাক/পিও