বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু 

আপডেট : ১৮ মে ২০২৩, ১৭:৪১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোজাক্কির (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলার লামাসানিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাক্কির উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে।

স্থানীয়রা ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, লামাসানিয়া গ্রামে ছাতক থেকে আসা ১১ হাজার ভোল্টেজের ওয়াপদা বিদ্যুৎ লাইনের খুঁটিতে শালিক পাখি বাসা করে। ওই খুঁটির পাখির বাসা ভেঙে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলালধর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও