সদ্য প্রয়াত হয়েছেন ঢালিউডের কিংবদন্তী অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর পাঠান ফারুক। এই আসনে তার প্রয়াণের পূর্বেই সংসদ সদস্য হওয়ার প্রচারণায় নামেন অভিনেতা সিদ্দিকুর রহমান। গুলশান-বনানীর বিভিন্ন দেয়ালে টাঙানো আছে এই অভিনেতার নির্বাচনী প্রচারণাস্বরূপ সমর্থন চাওয়ার পোস্টার।
যেদিন ফারুক মারা গেলেন সিদিনই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিদ্দিক। সেদিনই ফারুকের শূন্য আসনে জানালেন তিনি নির্বাচন করে সংসদ সদস্য হতে চান। তবে ফারুকের আসনে এমপি হিসেবে ফেরদৌসকে চাইলেন চিত্রনায়ক ওমর সানী।
১৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ওমর সানী। সেখানে তিনি লিখেছেন, ‘ফারুক ভাই চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। গুলশান বনানী তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।’
এর আগে বিমানবন্দরে ফারুকের মরদেহ গ্রহণের সময়ই সাংবাদিকদের বলেন, ‘ফারুক ভাই ঢাকা-১৭ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। তিনি সেখানে অনেক ভালো ভালো কাজ করে গেছেন। কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকায় তার কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিলে একজন শিল্পী হিসেবে তার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে সবচেয়ে বেশি মনোযোগ দেব।’
চিত্রনায়ক ফারুকের আসনে এমপি হওয়ার জন্য গত বছর থেকে প্রচারণায় নেমেছেন অভিনেতা সিদ্দিক। ফারুকের মৃত্যুর খবর জানার পর সিদ্দিক একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ফারুক ভাইয়ের সংসদীয় আসনের দায়িত্ব নিয়ে আমি তার স্বপ্ন পূরণ করতে চাই।’
সোমবার (১৫ মে) ফারুকের মৃত্যুর খবর জেনে অভিনেতা সিদ্দিক বলেছেন, ‘ফারুক ভাই আমার শ্রদ্ধার বড় ভাই। শুরু থেকে অসুস্থ থাকায় এই এলাকায় তার স্বপ্নগুলো প্রতিফলিত করতে পারেননি। তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আরেকজন শিল্পী হিসেবে আমি সিদ্দিকুর রহমান দায়িত্ব নিতে চাই।’
সিদ্দিকের দাবি, তিনি গেল নির্বাচনে ক্যান্টনমেন্টসহ বিভিন্ন এলাকায় ফারুকের জন্য ভোট চেয়েছেন। সিদ্দিক বলেন, ‘ঢাকা ১৭ আসনটি ভিআইপি-সিআইপিদের। আমি এখানকার নৌকার বৈঠার দায়িত্ব নিতে চাই। ফারুক ভাইয়ের সঙ্গে আলাপ করে তার কথাগুলো ধারণ করেছি। এখান থেকে নমিনেশন পেলে দেখিয়ে দিতে চাই ফারুক ভাইয়ের মিশন ও ভিশনগুলো। শিল্পীর স্থানে যদি শিল্পীর রিপ্লেসমেন্ট হয়, সেটা অবশ্যই ভালো হবে।’
অভিনেতা সিদ্দিকুর রহমান এর আগে ২০১৮ সালে টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়নপত্রও কিনেছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। সেবার এই আসন থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সে কারণে সিদ্দিকের টার্গেট এবার ঢাকা-১৭। এবার তার ইচ্ছা সংসদ সদস্য হওয়া।