বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গোপালদী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবুল মনসুর

আপডেট : ১৯ মে ২০২৩, ১২:১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আসন্ন গোপালদী পৌরসভা নির্বাচনে সার্জেন্ট আবুল মনসুর (অব.) গত ১৫ মে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র হালিম শিকদার। 

পৌরসভা শুরুর দুই মেয়াদে হালিম সিকদার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এবার তৃতীয়বারের মতো হালিম শিকদার নৌকার প্রার্থী হিসেবে লড়বেন। ২৩ মে মনোনয়ন দাখিলের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সার্জেন্ট আবুল মনসুর গোপালদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  

এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কল্যাণ সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন। 

ইত্তেফাক/এএএম