সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ইয়াং বাংলা আয়োজিত তরুণ-তরুণীদের সাথে দেশের নীতি-নির্ধারকদের সরাসরি আলাপচারিতার স্বতন্ত্র প্ল্যাটফর্ম ‘লেটস টক’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ইকোনমি (আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতি)।
‘লেটস টক’ অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন চট্টগ্রাম জেলার বিশ্ববিদ্যালয়সহ ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন শিক্ষার্থী। এতে প্যানেলিস্ট হিসেবে অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, সংসদ সদস্য এস. এম. শাহাজাদা, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. এস. এম. লুৎফুল আহসান ও অল ফর ওয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাম্রুন্নেসা মিরা।

নীতি-নির্ধারকদের সাথে সরাসরি আলাপচারিতার অনুষ্ঠান ‘লেটস টক’ এ ছাত্র-ছাত্রীরা প্রশ্ন তুলে ধরেন দেশের রফতানিমূলক পণ্যের বিস্তৃতি নিয়ে। এর জবাবে প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, ‘তৈরি পোশাক শিল্পের পাশাপাশি বাংলাদেশ বর্তমানে চামড়া, ফারমাসিউটিক্যালস পণ্য, স্পোর্টসওয়্যার, আইটি সম্পর্কিত পণ্য রফতানি করছে এবং বাজারে ভালো দাম পাচ্ছে। আমরা ইতোমধ্যেই ডাইভারসিফাইড কোমোডিটি ইকোনমিতে অবস্থান করছি।’
অনিয়মিত অভিবাসীদের সমস্যা সমাধানে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম নাগরিকদের সচেতনতা তৈরির দিকে জোর দিয়ে বলেন, ‘বিশ্বে প্রায় ১ কোটি বাংলাদেশি অভিবাসী রয়েছে। ১০-২০ হাজার অবৈধ অভিবাসীর কারণে তাদের অবস্থানের সঙ্গে আপস করা যাবে না।’

বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক সম্পর্ক ও যোগাযোগের প্রভাব নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি তিনটি দিক দিয়ে প্রভাবিত হয়- কৃষি, রেমিট্যান্স এবং রফতানি পণ্য। বরাবরই বাংলাদেশের প্রবণতা হলো তার সামর্থ্যের চেয়ে বেশি করা- তাই আমরা স্বপ্ন দেখি রফতানি খাতকে ৬০ থেকে ১০০ বিলিয়ন ডলার মার্কেটে পরিণত করার। শুধু তাই নয়, মানুষ যদি সঠিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিবাসন করে, তাহলে আমাদের রেমিট্যান্সের পরিমাণ ২০-২২ বিলিয়ন ডলার থেকে ৫০ বিলিয়ন ডলারে পরিণত হতে সময় লাগবে না।