শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আমি কখনোই তার ক্ষতি চাইবো না: অপু বিশ্বাস

আপডেট : ২০ মে ২০২৩, ০৫:০৫

সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বাফলা আয়োজিত ন্যাশনাল প্যারেডে অংশ নিলেন অপু বিশ্বাস। নিজের ট্যুর সম্পর্কে মন্তব্য করেন, ‘সত্যিই দারুণ লেগেছে। আয়োজক মোহাম্মদ আলী ভাইসহ সকলের আতিথেয়তায় মুগ্ধতা না প্রকাশ করলে অন্যায় হবে। আসলে দেশের বাইরে গেলে বোঝা যায় প্রবাসীরা কতটা দেশকে ফিল করে, কতটা দেশের জন্য করতে চায়। আমেরিকার মতো শহরে পুরো ব্যস্ত একটি রাস্তা আটকে বাংলাদেশ নিয়ে এ রকম প্যারেড। ভীষণ গর্ববোধ হচ্ছিল।’

অনুষ্ঠান শেষ করে দেশে ফিরেই অপু বিশ্বাস নিজের ছবি ‘লালশাড়ি’সহ নানা ব্যস্ততায় আবারও ফিরেছেন। নিজের ছবির কাজ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সততার সাথে মনপ্রাণ দিয়ে কাজটি করার চেষ্টা করছি। রাষ্ট্র আমাকে একটি ছবির জন্য অনুদান দিয়েছে, আমি যেন সেটাকে দারুণভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি, সেই চেষ্টাটাই আমার ভেতরে থাকবে।’

গত ঈদে তার জয় চৌধুরীর সাথে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি মুক্তি পায়। ছবিটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ছবিটি যে দর্শকরা গ্রহণ করেছে তা হল সংখ্যা বাড়ানোর সাথেই প্রমাণিত হয়েছে। আমি আমার দর্শকদের জন্যই আজকের অপু বিশ্বাস। তাই দর্শকেরাই আমাকে আমার যেকোনো কাজে অনুপ্রেরণা দিয়ে এসেছে সবসময়।’ শাকিব প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘দেখুন, সবকিছুর বাইরে তিনি আমার সন্তানের বাবা। যাই কিছু হোক, না হোক আমি তার কোনো ক্ষতি চাইবো না। তার নতুন ছবির জন্যও শুভকামনা রইল।’

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন