ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন আজ। দীর্ঘ ১০ বছর পর হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য গঠিত এ সংগঠনের নির্বাচন। শনিবার (২০ মড) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এর আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
কোয়াবের বর্তমান কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দেব্রবত পাল। তবে এদের নিয়ে সন্তুষ্ট ছিলেন না ক্রিকেটাররা। ২০১৯ সালে ক্রিকেটারের কয়েকটি আন্দোলনের দাবির মধ্যে একটি ছিল বর্তমান কমিটির পদত্যাগ। পরবর্তীতে সেই দাবি মেনে কোয়াব নির্বাচনের উদ্যোগ উঠেছিল কয়েক বার। কিন্তু তার পরের বছর অর্থাৎ ২০২০ সালে করোনার কারণে সেটি আর সংগঠিত হয়নি। পরে ২০২১ সালে প্রিমিয়ার লিগের মাঝামাঝি সময়ে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছিল, তবে তাও সম্ভব হয়নি। তবে এবার বাধ্য হয়ে কোয়াবের নির্বাচন করা হচ্ছে। নির্বাচনে সব মিলিয়ে ১ হাজার সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ভোট দিতে পারবেন।
এদিকে আজ নির্বাচন হলেও জানা গেছে আগের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করার মতো নতুনদের নেই কেউ। এছাড়া এ নির্বাচনের সময় দেশেই নেই সাকিব, তামিম ও মুশফিকের মতো শীর্ষ তারকারা। রয়েছেন শুধু মাশরাফি এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তাই বলা যায় আগের কমিটির সভাপতি অর্থাৎ নাইমুর রহমান দুর্জয়ই হয়তো সভাপতি হিসেবে নির্বাচিত হবে। তবে পরিবর্তন হলেও হতে পারে সাধারণ সম্পাদকের পদটি।