সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে গুগলের পলিসি

আপডেট : ২০ মে ২০২৩, ১৩:১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রতিটি খাতে ছড়িয়ে পড়ছে। বিগত কয়েক বছরে আমাদের জীবনের এমন কোনো অংশ নেই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হচ্ছে না। কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষের এই সময়ে প্রতিটি বড় কোম্পানিই তাদের সেরা পণ্য দেওয়ার দাবি করছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে তাদের পরিকল্পনা নিয়ে খুব একটা কথা শোনা যাচ্ছে না। এরইমধ্যে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের পলিসি এজেন্ডার হোয়াইটপেপার উন্মুক্ত করেছে।

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত পলিসি পেপার গুগলের আই/ও কনফারেন্সের কয়েকদিন পর উন্মুক্ত করা হয়। ওই অনুষ্ঠানে সুন্দর পিচাই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রয়োগ ভালোভাবেই দেখিয়েছেন। কিন্তু গুগল একটি কোম্পানি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে ব্যবহার করবে তা এবারই ভালোভাবে জানা গেলো। তাদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে তথ্য পাওয়ার নতুন পদ্ধতি তৈরি হওয়ার পাশাপাশি মানুষ আরও উন্নত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা পাবে।

কোম্পানিটি আপাতত তাদের সব মনোযোগ সরকার-ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় ও ব্যবসায় প্রতিষ্ঠানের দিকে দিতে চাচ্ছে। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তায় গোপন তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিও তারা হ্রাস করার আশ্বাস জানিয়েছে। গুগল চায় প্রতিটি দেশের সরকার নতুন পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিরাপত্তা আরও জোরদার করুন। তাদের ওই হোয়াইটপেপারে আশ্বাস দেওয়া হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নতুন পদ্ধতিতে আয়ের সম্ভাবনা তৈরি হবে। তাছাড়া নতুন কর্মসংস্থানের পাশাপাশি এখন নিরাপত্তাও জোরদার করা যাবে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস  

ইত্তেফাক/এআই