সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘ইউক্রেনের সঙ্গে নয়, এখন আলোচনা পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে’

আপডেট : ২০ মে ২০২৩, ১১:৫৪

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এই মুহূর্তে ইউক্রেন ও এর আশেপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কোনও অর্থ দেখছেন না বলে জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি ওয়াশিংটনকে দোষারোপ করেছেন। তিনি বলেন, ‘এখন শুধু সংঘাত-পরবর্তী বিশ্বব্যবস্থা সম্পর্কে আলোচনা হওয়া উচিত।’ খবর তাস’র

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে শুক্রবার (১৯ মে) টেলিগ্রাম চ্যানেলে এ মন্তব্য করেন মেদভেদেভ।

ভ্লাদিমির পুতিন ও দিমিত্রি মেদভেদেভ (ডানে)। ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ‘অর্ধ-ক্ষয়প্রাপ্ত নব্য-নাৎসি’ উল্লেখ করে মেদভেদেভ বলেন, অবশ্যই তাই। বাহ্যিক শাসনের অধীনে থাকা অর্ধ-ক্ষয়প্রাপ্ত নব্য-নাৎসি দেশের সঙ্গে আপনি কীভাবে সমান আলোচনায় অংশ নিতে পারেন? আলোচনা কেবল তার প্রভুদের সঙ্গে সম্ভব, অর্থাৎ ওয়াশিংটনের সঙ্গে।’

তার মতে, আলোচনা কেবলমাত্র ‘সংঘাত-পরবর্তী বিশ্ব ব্যবস্থা’ বিষয়ে সম্ভব।

প্রসঙ্গত, শুক্রবার জাপানের হিরোশিমায় জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘সমান আলোচনা’ অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। তার ভাষ্য, জি-৭ সদস্য দেশগুলোকে অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির তথাকথিত শান্তি পরিকল্পনাকে সমর্থন করতে হবে।

ইত্তেফাক/এসকে