ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ও প্রতিবেশী-সুলভ সম্পর্কই বজায় রাখতে চায় দিল্লি। কিন্তু সন্ত্রাসবাদ থেকে মুক্ত একটি অনুকূল পরিবেশ তৈরি করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটা ইসলামাবাদের দায়িত্ব। এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
গতকাল শুক্রবার জি-৭ সম্মেলনে যোগ দিতে জাপানের হিরোশিমায় পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। এরপরই এশিয়ার শীর্ষস্থানীয় বিজনেস মিডিয়া গ্রুপের অন্যতম ‘নিক্কেই এশিয়া’র সঙ্গে সাক্ষাত্কারে মোদি বলেন, ভারত প্রতিবেশী দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্কই রাখতে চায়। কিন্তু সন্ত্রাসবাদ ও শত্রুতামুক্ত পরিবেশ তৈরি করাটা পাকিস্তানের দায়িত্ব।
এর আগেও আলোচনার ক্ষেত্রে ভারত সব সময়ই সন্ত্রাসবাদ বন্ধ এবং সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া থেকে পাকিস্তানকে দূরে থাকার শর্ত দিয়েছিল ভারত। সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না বলেও জানিয়েছিল দিল্লি। ইন্ডিয়া টাইমস