শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টরন্টোতে শুরু হচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল

আপডেট : ২০ মে ২০২৩, ১৩:৩৭

কানাডার টরন্টোতে বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট ৬ষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যালে শুরু হচ্ছে। স্থানীয় সময় শনিবার (২০ মে) বিকেল ৫টার দিকে টরন্টো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ানে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার খলিলুর রহমান।

অনুষ্ঠানের আয়োজক শহিদুল ইসলাম মিন্টু ইত্তেফাককে জানান, প্রয়াত শিল্পী এন্ড্রু কিশোর ও শিল্পী নিলুফার বানু লিলিকে ৬ষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যাল উৎসর্গ করা হচ্ছে।

তিনি জানান,  অনুষ্ঠিতব্য এ উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে সঙ্গীত শিল্পী কনক চাপা, অভিনেতা ও উপস্থাপক মীর সাব্বির, অভিনেতা মাজনুন মিজান ইতোমধ্যে টরন্টো পৌঁছেছেন। এছাড়াও স্থানীয় শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিকে, ফেস্টিভ্যালের সাফল্য কামনা করে শুভেচ্ছা বাণী দিয়েছেন কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্টুডো, বিরোধী দলের নেতা পিয়েরে পলিয়েভের, অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড, টরন্টোর ভারপ্রাপ্ত মেয়র জেনিভার মেকলভি, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি, কানাডা সরকারের এমপিপি ডলি বেগম, ম্যারি মার্গারেট, ভিজয় থানিগাসালাম প্রমুখ।

ইত্তেফাক/আরএজে