শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

১২৩ পিটিআই কর্মীকে মুক্তির নির্দেশ লাহোর হাইকোর্টের

আপডেট : ২০ মে ২০২৩, ১৪:৪৫

সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কারাগারে থাকা পিটিআই দলের ১২৩ কর্মীকে আটক রাখার আদেশ বাতিল করেছে পাকিস্তানের লাহোর হাইকোর্ট (এলএইচসি)। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, আটক নেতা-কর্মীদের মুক্তি চেয়ে পিটিআই নেতা ফারুখ হাবিবের দায়ের করা একটি আবেদনের শুনানি চলাকালে স্থানীয় সময় শনিবার (২০ মে) দুপুরে এলএইচসির বিচারপতি আনোয়ারুল হক এই আদেশ জারি করেন।

তাদের অনতিবিলম্বে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। ফয়সালাবাদ থেকে গত ৯ মে আটক এই নেতা-কর্মীরা পাঞ্জাবের বিভিন্ন কারাগারে রয়েছেন।

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন