শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চুলের দুর্গন্ধ দূর করতে

আপডেট : ২০ মে ২০২৩, ১৫:০৯

শরীরের অন্যান্য অংশের মতো চুলেও দুর্গন্ধ হতে পারে। আর গরমে এটি আরও বড় সমস্যা হয়ে উঠতে পারে। অনেকে সুগন্ধি শ্যাম্পু দিয়ে সমাধান করতে চান। কিন্তু এটি দীর্ঘমেয়াদী অবস্থায় মাথার ত্বকেরও ক্ষতি করে। 

কিন্তু কেন এমন হয়? সচরাচর গরমে মাথার ফাঁকে ঘাম জমে। এই ঘাম থেকে অনেক সময় ব্যাকটেরিয়া হয় ও মাথায় দুর্গন্ধ ছড়ায়। তাই মাথা ঠিকভাবে পরিষ্কার করতে হয়। আবার অনেক সময় বেশি শ্যাম্পু করিয়েও অনেকে নিস্তার পেতে চান। এটাও ভুল পদ্ধতি। কারণ এভাবে মাথার ত্বকের আর্দ্রতা হারায়। তখন মাথার ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। 

আরও কিছু বিষয় এখানে মনে রাখতে হবে। নিয়মিত মাথায় স্কার্ফ বা টুপি ব্যবহার করলেও এই সমস্যা দেখা দিতে পারে। গরমে প্রচুর আমিষ, ইষ্ট এবং শর্করাযুক্ত খাবার খেলে হতে পারে। শুধু তাই নয়, ক্ষতিকর রাসায়নিকযুক্ত প্রসাধনীও মাথার ক্ষতি করে। 

তাহলে সমাধান কি?
যদি মাথায় দুর্গন্ধের সঙ্গে ত্বকের সমস্যাও হয় তাহলে ডার্মাটোলজিস্টের সঙ্গে দেখা করুন। কোলটার, কিটোকোনাজল, স্যালিসাইলিক অ্যাসিড, সেলেনিয়াম সালফাইড, জিংক পেরিথাইরন ইত্যাদি উপাদান আছে এমন শ্যাম্পু খুঁজে ব্যবহার করুন। 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন