সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

আপডেট : ২০ মে ২০২৩, ১৫:২৮

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া মমিনপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২০ মে)  সকালে শিমুলতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত তুলসি রাণী (৪৬) উপজেলার ঘোষপাড়া গ্রামের সুবল চন্দ্রের স্ত্রী।

জোংড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত তুলশী রানী গত দেড় বছর ধরে মানসিক রোগে ভুগছেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন। স্বজনরা তাকে খোঁজা খুঁজি করেও পায়নি। শনিবার সকালে তার লাশ পাওয়া যায়।

এদিকে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌরসভার পুরাতন কাঁচামাল বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত ওমর ফারুক ( ৪৫) পাটগ্রাম পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার মনর উদ্দিনের ছেলে।

পাটগ্রাম থানা ওসি ওমর ফারুক জানান, কাঁচামালের  দোকানে পণ্য রাখার সময় টিনের বেঁড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক মারা যান। 

ওসি ওমর ফারুক জানান, ট্রেনে কাটা পড়ে ও বিদ্যুৎস্পৃষ্টে এই দুই মৃত্যুর ঘটনা লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি  ফেরদৌস আলীকে জানানো হয়েছে।

মৃত ওমর ফারুকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/আরএজে