শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পানির ট্যাংকে ঘুমের ওষুধ, অজ্ঞান হয়ে হাসপাতালে ৪ জন

আপডেট : ২০ মে ২০২৩, ১৫:৫৭

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্যাংকের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির সর্বস্ব লুট করার চেষ্টা করা হয়েছে। এ সময় পরিবারের কর্তাব্যক্তিসহ চার জন ফুলবাড়ী হাসপাতালে অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসার নিচ্ছেন।

উপজেলার বিদ্যাবাগিশ গ্রামে শুক্রবার (১৯ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আসুস্থ হলেন ওই এলাকার গনেশ চন্দ্রের ছেলে র্নিমল চন্দ্র  (৪৪) তার স্ত্রী পিতিলতা রানী (৩৭) র্নিমল  চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র রায় (৫১) ও তার আত্মীয় চিনুবালা (৫৫)।

ওই এলাকার আনিচুর রহমান জানান, তারা সকালে খাবার খেয়ে বিকালে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদেরকে স্বাভাবিক করার অনেক চেষ্টা করেছেন । কিন্তু ঘুমে বিভোর হয়ে পড়েন তারা। শেষ বিকেলে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয় তাদেরকে।

তারা জানান, সংঘবদ্ধ একটি চক্র আগে ওই বাড়িতে কৌশলে পানির ট্যাংঙ্কিতে চেতনানাশক ওষুধ স দিয়ে ছিল। ওই পানি পান করে তারা অচেতন হয়ে পড়েন। কিন্তু চোর চক্র ঘরে ঢুকে চুরি করতে পারেনি।

অসুস্থ র্নিমলে ভাগ্নে যুয়ন্ত কুমার রায় জানান, পানির ট্যাংকে ভেতরে চেতনানাশক ওষুধের আংশিক বস্ত পাওয়া গেছে। এ বিষয় পুলিশকে অবগত করা হয়েছে ।

ফুলবাড়ী হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. নশরাতজাহান জানান, অসুস্থদের  চিকিৎসা চলছে। তারা এখনো পুরোপুরি  স্বাভাবিক  হয়নি।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত শুনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/আরএজে