মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বার ম্যানেজারের ড্রয়ারে পাইথন, ভয় পেলেন ইন্টারনেট ব্যবহারকারীরা! 

আপডেট : ২০ মে ২০২৩, ১৬:৩৩

পৃথিবীতে সবচেয়ে মারাত্মক ও ভয়ংকর সরীসৃপগুলোর মধ্যে সাপ একটি। কেমন হবে যদি আপনার ডেস্ক ড্রয়ারে দেখা মিলে এক ঘুমন্ত সাপের? এমনই এক অনন্য ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল অস্ট্রেলিয়ার একটি বারে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সান শাইন কোস্ট 'স্নেক ক্যাচারস ২৪৭' সংস্থাটি এ ঘটনাটি ফেসবুকে পোস্ট করে। ড্রয়ারে শান্তভাবে ঘুমিয়ে থাকা কালো ও হলুদ সাপের একটি ছবিও পোস্ট করেছে প্রতিষ্ঠানটি। 

ক্যাপশনে লিখেছেন, 'বার ম্যানেজারের ডেস্ক ড্রয়ারে সাপ। একটি স্থানীয় ভেন্যুর ম্যানেজার ডেস্কে বসে সারাদিন তার কাজ করছিলেন। বিরতিতে তিনি তার ড্রয়ারটি খুললেন এবং বেশ ভয় পেয়ে গেলেন যখন তিনি দেখলেন ভেতরে শুয়ে রয়েছে একটি সাপ!' 

এছাড়াও, তারা সাপটিকে ধরার একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, সাপ ধরা রক্ষীরা তাদের সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করছে। ড্রয়ারটি খোলার পর সাপটিকে এক কোণে কুঁকড়ে থাকতে দেখা যায়। আশ্চর্য ব্যাপার হচ্ছে সাপটি কোনো সাধারণ সাপ নয় বরং একটি কার্পেট পাইথন। 

আশ্চর্য ব্যাপার হচ্ছে সাপটি কোনো সাধারণ সাপ নয় বরং একটি কার্পেট পাইথন। 

পরে সাপটিকে একটি নীল ব্যাগে করে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। 'সান শাইন কোস্ট স্নেক ক্যাচারস' থেকে আরও জানা যায়, শেয়ার হওয়ার পর থেকে পোস্টটি ২৯ হাজার ভিউ এবং এক হাজার লাইক পেয়েছে।

একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লেখেন, 'আমিও অদ্ভুতভাবে একটি সাপ খুঁজে পেয়েছিলাম তাও আবার আমার একটি জুতার মধ্যে! কিন্তু ছোট্ট কার্পেট পাইথনটি খুবই শান্ত ছিল।' আরেকজন পাল্টা জবাবে লেখেন, 'এখনকার সাপগুলোও জুতা পরে কাজে যাচ্ছে! চমৎকার!' 

অন্য এক ব্যক্তি আরও লেখেন, 'আমি গিয়ে আমার ডেস্কের ড্রয়ারে তালা লাগিয়ে আসি, তোমরা সবাই আমাকে সত্যিই ভয় দেখিয়ে দিয়েছ।'

ইত্তেফাক/ডিএস/এমটি

এ সম্পর্কিত আরও পড়ুন