মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাঞ্জাবকে বিদায় করে টিকে থাকলো রাজস্থান

আপডেট : ২০ মে ২০২৩, ১৭:২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লিগ পর্ব থেকেই বিদায় নিলো পাঞ্জাব কিংস। শুক্রবার (১৯ মে) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটে হেরেছে পাঞ্জাব। 

১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে থাকায়, প্লে-অফে খেলার সুযোগ শেষ হয়ে গেছে পাঞ্জাবের। আর ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থেকে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখলো রাজস্থান।  

ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ রানে ৪ উইকেট হারায় পাঞ্জাব। পঞ্চম উইকেটে জিতেশ শর্মাকে নিয়ে ৪৪ বলে ৬৪ ও ষষ্ঠ উইকেটে শাহরুখ খানের সঙ্গে ৩৭ বলে অবিচ্ছিন্ন ৭৩ রান তুলেন ইংল্যান্ডের স্যাম কারান। শুরুর ধাক্কা সামলে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব।কারান ৩১ বলে অপরাজিত ৪৯, জিতেশ ২৮ বলে ৪৪ ও শাহরুখ ২৩ বলে অপরাজিত ৪১ রান করেন। রাজস্থানের নবদীপ সাইনি ৩ উইকেট নেন।

১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও ওপেনার জয়সওয়াল ও দেবদূত পাডিক্কালের জোড়া অর্ধশতকে লড়াইয়ে থাকে রাজস্থান। জয়সওয়াল ৩৬ বলে ৫০ এবং পাডিক্কাল ৩০ বলে ৫১ রানে আউট হন। পরের দিকে ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমায়ার, রায়ান পরাগ ও ধ্রুব জুরেলের দায়িত্বশীল ইনিংসে জয় পায় রাজস্থান।

২৮ বলে ৪৬ রান করেন হেটমায়ার। ১২ বলে ২০ রান করেন পরাগ। শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে রাজস্থানের জয় নিশ্চিত করেন জুরেল। ৪ বলে অপরাজিত ১০ রান করেন তিনি। ম্যাচ সেরা হন পাডিক্কাল।

ইত্তেফাক/জেডএইচ