শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২০ মে ২০২৩, ১৮:৩৮

রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আশিকুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে কাউনিয়া বালিকাবিদ্যালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আশিকুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের রেল কলোনির তপেল উদ্দিনের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে মামুন ও আশিকুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় স্থানীয়রা বিষয়টি মিটমাট করে দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আশিকুর বাজারে গেলে মামুনের সঙ্গে ফের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আশিকুর গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি আহতরা কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মো. আতিকুল ইসলাম ((২০), মো. মামুন(২১) ও রাহি (১৯) নামের তিন যুবককে আটক করেছে পুলিশ। 

কাউনিয়া থানার ওসি মোন্তাছির বিল্লাহ বলেন, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

ইত্তেফাক/এবি/পিও