মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভিকারুননিসা নূন স্কুলে সহদোর কোটায় ভর্তির দাবিতে মানববন্ধন 

আপডেট : ২০ মে ২০২৩, ২২:৪০

হাইকোর্টের রায় মেনে ভিকারুননিসা নূন স্কুলের বিভিন্ন শাখায় ২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে সহদোর কোটায় ভর্তির দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকেরা স্কুলের বেইলি রোডের প্রধান শাখার সামনে একটি মানববন্ধন করেছে। শনিবার (২০ মে) এ মানববন্ধন করেন তারা। 

এ সময় ব্যানার, প্ল্যাকার্ড ও হাইকোর্টের রিটের রায়ের কপি প্রদর্শন করে অনতিবিলম্বে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুদের শিক্ষাজীবনের অনিশ্চয়তা দূর করার দাবি জানানো হয়। 

মানববন্ধনে উপস্থিত সহদোর কোটায় ভর্তিচ্ছু একজন শিশুর অভিভাবক উম্মাহ মোস্তফা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী অন্যান্য অনেক স্কুল সহোদর সহোদরাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে। ভিকারুননিসা নূন স্কুল আমাদের সকল কাগজপত্র ও আবেদনপত্র জমা নিলেও আমাদের সন্তানদের ভর্তির ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি। তাদের এই সিদ্ধান্তহীনতা শিশুদের শিক্ষাজীবনের শুরুতেই একটি অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

অভিভাবক ফারজানা বেগম বলেন, শিক্ষা মৌলিক অধিকার। সংবিধান স্বীকৃত এ অধিকার নিশ্চিতে সরকারের দায়িত্ব রয়েছে। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি স্কুলের গভর্নিং বডিতে সরকারের পক্ষ থেকে চেয়ারম্যানসহ অন্যান্য সকল সদস্যদের আমি বিনীত অনুরোধ করছি শিশুদের শিক্ষা জীবনের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিসত্বর হাইকোর্টের রায় মেনে শিশুদের ভর্তির বিষয়টি নিশ্চিত করতে। 

মানববন্ধনে উপস্থিত অভিভাবকরা আরও জানান, হাইকোর্টের রায় অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে সহোদরা বোন এর ভর্তির বিষয়টি তারা লিখিতভাবে রায়ের কপিসহ স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এবং শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে জানিয়েছেন। 

মানববন্ধনে অভিভাবকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জনাব মতিউর রহমান পলিন।

ইত্তেফাক/এএএম