সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাহিন্দ্রের ধাক্কায় প্রাণ গেলে কৃষকের

আপডেট : ২১ মে ২০২৩, ১০:০৩

মাদারীপুরের কালকিনিতে অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) রাতে কালকিনি পৌর মাছ বাজার এ ঘটনা ঘটে।

নিহত মো. হেমায়েত হাওলাদার (৪৫) কালকিনি পৌরসভার ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের মৃত মো. হানিফ হাওলাদারের ছেলে, পেশায় কৃষক। 

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন জানান, রাতে হেমায়েত হাওলাদার কালকিনি মাছ বাজার থেকে নিজবাড়িতে যাওয়ার জন্য একটি ভ্যানগাড়িতে উঠেন। এসময় বেপরোয়া গতির একটি মাহিন্দ্র ট্রাক্টর ভ্যানের পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পরেন কৃষক হেমায়েত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও মাহিন্দ্র মালিক মো. মাসুদ বেপারীকে এলাকাবাসী ধাওয়া করে ধরে ফেলে এবং কালকিনি থানা পুলিশের কাছে সোপার্দ করেন।

আটক মাহিন্দ্র মালিক মো. মাসুদ বেপারী (৪০)

এলাকাবাসীর অভিযোগ, মাদারীপুরের কালকিনি ও ডাসারের বিভিন্ন সড়কে প্রতিনিয়ত বেরেই চলছে মাহিন্দ্র। ট্রাকের মত লোহা দিয়ে বডি বানিয়ে ট্রাক্টরের পেছনে সংযুক্ত করে দাবিয়ে বেরাচ্ছেন হাইওয়ে সড়কসহ বিভিন্ন সড়কে। কখনও মাটি আবার কখনও ইট নিয়ে ছুটছেন সড়কে ভয়ংকর গতিতে। প্রতিটি মাহিন্দ্র ট্রাক্টরের চালকের বয়স দেখা যায় ১৫ থেকে ২০ বছর। এসব অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরের কারণে অতিষ্ট কালকিনি ও ডাসার উপজেলার এলাকাবাসী। আর এ সমস্ত মাহিন্দ্র ট্রাক্টর সড়কে চলাচলের কারণে নির্মাণের অল্পদিনেই রাস্তার পিচ উঠে খালখন্দের সৃষ্টি হচ্ছে। এছাড়া অল্প বয়সের ছেলেরা সড়কে মাহিন্দ্র ট্রাক্টর দ্রুতগতিতে চালানোর কারণে প্রায়ই প্রানহানির ঘটনা ঘটছে।

ইত্তেফাক/আরএজে