আগামী ১২-১৬ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এশিয়ার সেরা অ্যাথলেটরা খেলবেন সেখানে। এই আসরে ভালো পারফরম্যান্স করার জন্য দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে সুইজারল্যান্ডে পাঠানো হবে, সেখানে আরেকটি খেলায় অংশগ্রহণ করবেন তিনি।
দেশের তিন বারের দ্রুততম মানব এবং এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান সুইজারল্যান্ডে একটি প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছেন। ১০ জুন সুইজারল্যান্ডের জেনেভায় হবে এই প্রতিযোগিতা। লন্ডন থেকে ইমরানুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন ২৪ মে জার্মানিতে অনুষ্ঠিতব্য একটি আমন্ত্রণমূলক চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা তার। কিন্তু সেটা হচ্ছে না। পরিকল্পনা হয়েছে জার্মানির পরিবর্তে সুইজারল্যান্ড যাবেন ইমরানুর। তিনি জানিয়েছেন এই মুহূর্তে জার্মানির টুর্নামেন্টের চেয়ে সুইজারল্যান্ডের খেলাটা আরো বেশি গুরুত্বপুর্ণ।
এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই ইমরানুর রহমান ইউরোপের প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। ১২-১৬ জুলাই থাইল্যান্ডের ব্যাংককে হবে ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।
মন্টু জানিয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাতে ভালো করতে পারেন, তার প্রস্তুতির জন্যই ইমরানুর ইউরোপে আমন্ত্রণমূলক খেলায় অংশগ্রহণ করবেন। তিনি বলেন, ‘প্রথমে পরিকল্পনা ছিল জার্মানিতে যাওয়ার। পরিকল্পনা বদলে এখন যাবেন সুইজারল্যান্ডে। সেখানে জেনেভায় ১০ জুন একটি আমন্ত্রণমূলক প্রতিযোগিতা আছে।’
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়ার সবচেয়ে বড় অ্যাথলেটিকসে বাংলাদেশ পাঠাবে ৫ জন অ্যাথলেট। তারা হলেন সেনাবাহিনীর ইমরানুর রহমান ও রিতু আক্তার এবং নৌবাহিনীর রাবিকুল, জহির রায়হান, ইসমাইল।
ইমরানুর অংশ নেবেন ১০০ মিটার স্প্রিন্ট ও রিলেতে, রাকিবুল অংশ নেবেন ২০০ মিটার ও রিলেতে, জহির রায়হান ২০০ মিটার ও রিলেতে, ইসমাইল লংজাম্প ও রিলেতে এবং রিতু হাইজাম্পে। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, এবার তারা রিলেতে প্রাধান্য দিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দল পাঠাচ্ছেন।