শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্যামসাং গুগলের বদলে বিং ব্যবহার করছে না

আপডেট : ২১ মে ২০২৩, ১৯:২৬

শোনা যাচ্ছিল স্যামসাং বাই ডিফল্ট গুগলের বদলে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করা হবে। জল্পনা-কল্পনা কিছুদূর শেষ হলো। তবে সম্প্রতি জানা গেছে, তেমন কিছুই ঘটছে না। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং গুগলকে সরিয়ে বিং ব্যবহার করছে না। 

গত মাসেই শোনা গিয়েছিল, স্যামসাং তাদের ডিফল্ট ব্রাউজারে গুগলের বদলে বিং ব্যবহার করবে। এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন। গুগলের মতো সার্চ ইঞ্জিন বছরে ৩ বিলিয়ন মুনাফা আয় করে। সেখানে বিং ব্যবহার করার কোনো কারণ থাকতে পারে না। স্যামসাং অবশ্য ভেবেছিল, এই ব্রাউজার যেহেতু খুব বেশি মানুষ ব্যবহার করে না তাই বিং ব্যবহারে ক্ষতি নেই। 

কিন্তু সম্প্রতি তারা এই সিদ্ধান্ত থেকেই সরে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে মাইক্রোসফটের তাগাদা দেখেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং। কিন্তু গত কয়েক সপ্তাহে গুগল নিজেই বার্ড এআই দিয়ে স্মার্টফোনে সুবিধা বাড়াচ্ছে। তাই হয়তো সিদ্ধান্ত থেকে সরে আসা। 

তবে এর মানে এই নয় যে বিং সার্চ ইঞ্জিন ডিফল্ট কোনোদিনই হবে না। স্যামসাং এই পথটা উন্মুক্ত রেখেছে। তাই সামনে সম্ভাবনা আছে। 

সূত্র: দ্য ভার্জ

ইত্তেফাক/এআই