শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাহাড় কাটার সময় পেলোডার উল্টে চালক নিহত

আপডেট : ২১ মে ২০২৩, ১৫:৪২

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কেটে সড়ক তৈরির সময় পেলোডার উল্টে পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষীনগর গ্রামে শনিবার (২০ মে) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান (২৩) নোয়াখালীর কবিরহাটের মধ্যম সোনাদিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।

রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শনিবার রাত ১১টার দিকে চাষীনগর গ্রামে ৫০-৬০ ফুট উঁচু একটি পাহাড়ের ঢালু কেটে রাস্তার বানানোর সময় পেলোডারটি উল্টে পাহাড়ের নিচে পুকুরে পড়ে যায়। এতে চালক মিজানুর পেলোডার চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পাহাড় থেকে পেলোডারটি উল্টে পড়ার বিকট শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে রামগড় থানায় খবর দিলে পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ওসি জানান, রোববার ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, পাতাছড়ার ৩নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল লতিফ প্রবাসী নারী বিলকিস ওই পাহাড়ে উঠার রাস্তা বানানো মাটি সমতল করার কাজে পেলোডারটি ভাড়া দিয়েছিলেন। ইউপি সদস্য আব্দুল লতিফ মানিকছড়ি থেকে পেলোডারটি কন্ট্রাকে এনে এলাকায় ঘণ্টা হিসেবে ভাড়া দেন।

এ বিষয়ে কথা বলতে আব্দুল লতিফের মোবাইলের কল দিয়ে তাকে ফোনে পাওয়া যায়নি।

ইত্তেফাক/আরএজে