রাজধানীর তেজগাঁও এলাকার এক নিরাপত্তারক্ষীর কক্ষ থেকে রোববার (২১ মে) ভোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জুলেখা (৩৭) ময়মনসিংহ জেলার বাসিন্দা।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, কয়েকদিন আগে চাকরির খোঁজে তেজকুনিপাড়ার জামান টাওয়ারের নিরাপত্তারক্ষীর কাছে আসেন জুলেখা। রোববার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সিরাজের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ নিরাপত্তারক্ষী সিরাজকে আটক করেছে।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।