নিভা স্টার্ট আপ কোম্পানিটি ব্যাপক সম্ভাবনা দেখিয়েছিল সার্চ ইঞ্জিন হিসেবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে এই সার্চ ইঞ্জিন গুগল থেকে ভালো ফলাফল দেবে। আর এমনটি দেখে অনেকেই ভেবেছিল গুগলকে এবার টেক্কা দিবে সার্চ ইঞ্জিনটি। কিন্তু অবশেষে সার্চ ইঞ্জিনটি বন্ধ হয়ে যাচ্ছে।
নিভার কো-ফাউন্ডার শ্রীধর রামস্বামী ও ভিভেক রঘুনাথান জানিয়েছেন, একটা সার্চ ইঞ্জিন বানানো অনেক কঠিন। তারচেয়ে বেশি কঠিন ওই সার্চ ইঞ্জিন মানুষকে ব্যবহার করানো। ' সার্চ ইঞ্জিন হিসেবে নিভা অনেকটাই এগিয়ে ছিল। সার্চ ইঞ্জিনে দশটি ব্লু লিংক একসঙ্গে কাজ করতো। ফলে ভিজুয়ালও হতো অনেক উন্নত। এই ভিজুয়ালের উন্নতির কারণে এর ব্যবহারের অভিজ্ঞতাও অনেক ভাল ছিল।
তাদের পিছিয়ে পড়ার কারণ আছে। পৃথিবীর প্রায় সব ডিভাইস গুগল সার্চকে প্রাইমারি হিসেবে রাখে। আবার এই সার্চ ইঞ্জিন বদলাতে গেলেও গুগল নিশ্চিত হয়ে নেয় তারা চেঞ্জ করতে চায় কি-না। তাছাড়া ব্যবহারকারীরা অনেক সময় জানেন না কিভাবে সার্চ ইঞ্জিন বদলাতে হবে। অনেক সময় তারা সেটিংস খুঁজে পান না। এসব সমস্যার কারণে নিভাকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে।
তাছাড়া নিভা ব্যবহার করতে হলে খরচ করতে হবে। কোম্পানিটি এটিকে একটি বিজনেস মডেল হিসেবে দাঁড় করিয়েছিল। তবে মানুষকে বোঝানো কঠিন, ভালো অভিজ্ঞতা পেতে হলে একটু খরচ করা জরুরি। বিনামূল্যে ব্যবহার করা গেলে কেউ খরচ করতে চাইবে কেন। আপাতত নিভা এমন এক সময়ে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে যখন সার্চ ইঞ্জিনের স্বর্ণযুগ। বিং আর গুগল একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে যাচ্ছে। এদিকে সম্ভাবনাময় নিভা জুনের ২ তারিখ থেকে সব কার্যক্রম বন্ধ করবে।