বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কৃত্রিম বুদ্ধিমত্তার ভুলে ফেল হলেন সবাই

আপডেট : ২১ মে ২০২৩, ২৩:৩০

চ্যাটজিপিটির নির্ভরযোগ্যতা নিয়ে এমনিতেও আগে প্রশ্ন উঠেছে। প্লেজিয়ারিজম না নকল করে লেখা বানানো গেলে শিক্ষাক্ষেত্রে কি সমস্যা হবে তা পুরোনো কথা। এবার চ্যাটজিপিটির এক ভুলে সে শঙ্কা আরও বেড়ে গেলো। 

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের ঘটনা সম্প্রতি রেডিটে ব্যাপক আলোচনা তোলে। অধ্যাপকের নাম অবশ্য জানা যায়নি। তবে তিনি তার কোর্সের ছাত্রদের একটি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। তারা সবাই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর তিনি চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা করেন। চ্যাটজিপিটি জানায় সব অ্যাসাইনমেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করা। এই ফলাফল দেখে তিনি সবাইকে ফেল করে দিলেন। 

সমস্যা এখানেই শেষ না। খোঁজ নিয়ে জানা গেলো, কোনো ছাত্রই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেনি। সবাই ঠিকঠাকভাবেই অ্যাসাইনমেন্ট দিয়েছিল। চ্যাটজিপিটিই ভুল করেছে। এই ঘটনার পর টেক্সাসে ব্যাপক আলোচনা হয়। এমনকি স্থানীয় এক দৈনিকেও খবরটি চাওর হয়ে যায়। ওই প্রফেসর অবশ্য ক্ষমা চেয়ে সবাইকে আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে বলেছেন। কিন্তু সঠিক তথ্যের বিষয়ে চ্যাটজিপিটি যে নির্ভরযোগ্য নয় তা এই ঘটনাই প্রমাণ করে দিয়েছে। 

সূত্র: ফার্স্টপোস্ট

ইত্তেফাক/এআই