মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্টেডিয়ামে ১২ জনের মৃত্যু ঘটনায় ফিফা সভাপতির শোক

আপডেট : ২১ মে ২০২৩, ১৯:১১

আমেরিকার দেশ এল সালভাদরেতে ফুটবল খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২০ মে) এল সালভাদরের জনপ্রিয় দুই ফুটবল দল আলিয়াঞ্জা ও এফএএসের খেলা দেখতে স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়ে এ ঘটনা ঘটে।

মর্মান্তিক এই ঘটনায় শোক জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার (২১ মে) এক বিবৃতিতে নিহতদের স্মরণে শোক প্রকাশ করে ফিফা প্রধান বলেন, 'এল সালভাদরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও বন্ধুদের গভীর সমবেদনা জানাচ্ছি। ফিফা, বিশ্ব ফুটবল সম্প্রদায়, এল সালভাদর প্রজাতন্ত্র, কনকাকাফ কনফেডারেশন, সালভাডোরান ফুটবল অ্যাসোসিয়েশন, প্রাইমারা ডিভিশন ডি ফুটবল আমরা সবাই এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছি।' 

স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। খেলা দেখতে দর্শকদের ভীড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি গেট দিয়ে স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়ি করতে গিয়েই এমন ঘটনা ঘটে। ম্যাচ আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভুয়া টিকিট বিক্রির কারণে দর্শকের চাপে এই ঘটনা ঘটতে পারে।

 

ইত্তেফাক/জেডএইচ