শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জি-২০ সম্মেলন নিয়ে আনন্দিত অস্কারবিজয়ী গুণীন মঙ্গা কাপুর

আপডেট : ২১ মে ২০২৩, ২০:২৫

সম্প্রতি অস্কার বিজয়ী "দ্য এলিফেন্ট হুইস্পার্স" এর প্রযোজক, গুণীন মঙ্গা কাপুর তার এক টুইটবার্তায় কাশ্মিরে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন নিয়ে তার আনন্দ প্রকাশ করেন।

টুইটবার্তায় তিনি বলেন, কাশ্মির প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, সংস্কৃতিতে পরিপূর্ণ। ভূস্বর্গ বলে খ্যাত এই অঞ্চলে কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ এর সম্মেলন। এ নিয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, কয়েক বছর আগেই এ অঞ্চলে কোন আন্তর্জাতিক সম্মেলনের ব্যবস্থা করা প্রায় কল্পনাই করা যেতো না। কিন্তু বর্তমানে ভারত সরকারের প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। এবার সারাবিশ্ব কাশ্মিরের সৌন্দর্যের সাথে পরিচিত হতে পারবে।

কাশ্মিরের ডাল লেকে চলচ্চিত্র পরিচালনা করার স্বপ্ন তার অনেক দিনের বলেও জানান তিনি। সম্প্রতি কাশ্মির চলচ্চিত্র পরিচালনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে খুব শীঘ্রই তার এ স্বপ্নও সত্যি হবে বলে আশা করছেন গুণীন।

ইত্তেফাক/এএইচপি