সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুমিল্লায় খাল দখলমুক্ত করতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

আপডেট : ২১ মে ২০২৩, ২১:২৫

কুমিল্লার মনোহরগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করতে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। শনিবার (২০ মে) সকালে উপজেলার তাহেরপুর গ্রামের বাসিন্দরা দখলকৃত খালের পাশে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করে। 

সংবাদ সম্মেলনে গ্রামবাসী অভিযোগে করে জানান, তাহেরপুর গ্রামের ভেতর দিয়ে বহমান ঘাঘরিয়া খালের একটি শাখা রয়েছে। এটি এলাকায় সেচ খাল নামেও পরিচিত। এ খাল দিয়ে এ এলাকার কৃষি জমির পানি কাছের ঘাঘরিয়া খালে নামে। সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী মহল সরকারি খালের অধিকাংশ জায়গায় বেড়িবাঁধ নির্মাণ ও ব্যক্তিস্বার্থে দখল করে নেয়। এতে বর্ষাকালে এ এলাকায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করেন এলাকাবাসী। 

বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্ল্যা বলেন, মাছ চাষের উদ্দেশ্যে সরকারি খালসহ কৃষি জমির চারদিক মাটি দিয়ে বেষ্টনি করে ফেলায় এ এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে এ এলাকার শতশত একর কৃষিজমিসহ বিস্তীর্ণ এলাকা বর্ষাকালে জলাবদ্ধতার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলনে এর প্রতিকার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন গ্রামবাসী। 

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্ল্যা, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, সমাজসেবক মেজবাহ উদ্দিন, সাবেক ইউপি সদস্য সামছুল আরেফিন, মো. রুবেলসহ আরও অনেকে। 

খিলা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশনানুযায়ী কৃষকের সুবিধার্থে নদনা খালসহ এ এলাকার বিভিন্ন খালের উপশাখা খনন করে সেচ উপযোগী করা হয়েছে। গত কয়েক বছর আগেও এ খাল দিয়ে পানি চলাচল স্বাভাবিক ছিল। সম্প্রতি দখল দূষণে সংকটে পড়েছে। 

এ বিষয়ে মন্তব্য নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কমলের মুঠোফোনে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিমনার (ভূমি) মো. এনামুল হাসান বিষয়টি অবগত নন বলে জানান। লিখিত অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ওয়ালীউজ্জামান বলেন বিষয়টি প্রতিবেদকের মাধ্যমে অবগত হয়েছি। ব্যক্তিস্বার্থে মাটি ভরাট করে খাল দখল করার কোনো সুযোগ নেই। জনদাবির প্রেক্ষিতে বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে এটি খননের মাধ্যমে খালটির অবৈধ দখল অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। 

ইত্তেফাক/পিও