শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজশিক্ষক নির্বাচিত হয়েছেন ডামুড্যা সরকারি আব্দুর রাজ্জাক কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক পরিমল কৃঞ্চপাল।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উপজেলা কমিটির সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও সভাপতি নির্বাহী অফিসার হাছিবা খান ১৩ মে নির্বাহী অফিসারের সভা কক্ষে বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক পরিমল কৃঞ্চপাল বলেন, শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় আমি আনন্দিত। এবং শিক্ষা ও শিক্ষকদের প্রতি আমার দ্বায়বদ্ধতা অনেকাংশে বেড়ে গেল।
সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছায়াদুল হক মোল্যা সহকারী অধ্যাপক্ষ মো. আশিকুজ্জামান বলেন, পরিমল উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় আমরা আনন্দিত।