মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আইসিসির পুরস্কার হাতে পেলেন মিরাজ

আপডেট : ২২ মে ২০২৩, ১৬:৫৩

২০২২ সালে ব্যাট ও বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ২২ গজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়ার স্বীকৃতি স্বরূপ ওয়ানডে ক্যাপটি বুঝে পেয়েছেন মিরাজ।

মেহেদি হাসান মিরাজ।

সোমবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মিরাজ। ফেসবুকে ওয়ানডে ক্যাপ হাতে ছবি পোস্ট করে তিনি লিখেন, '২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ।'

২০২২ সালে ১৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন মিরাজ। বল হাতে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন ৩৩০ রান। ব্যাটিং গড় ছিলো ৬৬। ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিও করেছিলেন এই টাইগার অলরাউন্ডার।     

ইত্তেফাক/জেডএইচ