বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

'ইসির ক্ষমতা একটুও খর্ব করেনি সরকার'

আপডেট : ২২ মে ২০২৩, ১৭:৩৫

নির্বাচন কমিশনের ক্ষমতা মন্ত্রিপরিষদ বা সরকার একটুও খর্ব করেনি বরং কিছুটা বেড়েছে বলে মন্তব্য করেছেন ইসি মো. আলমগীর। 

সোমবার (২২ মে) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মো. আলমগীর বলেন, আগে আমরা নির্বাচন চলাকালীন অনিয়মের অভিযোগে প্রয়োজনীয় সংখ্যক বা সবগুলো কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারতাম। এখন আমরা চেয়েছিলাম নির্বাচনের পরেও যদি অনিয়মের অভিযোগ আসে তাহলে গেজেট প্রকাশ না করে সে সব কেন্দ্রের পাঠানো রেজাল্ট বাতিল বা এমনকি যদি সব কেন্দ্রে অনিয়মের অভিযোগ আসে তাহলে পুরো রেজাল্ট বাতিলের ক্ষমতা। সরকার সেক্ষেত্রে বলেছে যতগুলোতে তদন্ত করে অনিয়মের প্রমাণ মিলবে ততোগুলো বাতিল করতে। তাহলে যদি দেখা যায় কোন রিটার্নিং কর্মকর্তা পুরো ভোটের একটা রেজাল্ট পাঠালো, কিন্তু আমাদের কাছে তার আগেই কেন্দ্রের অনিয়মের অভিযোগ আসে তাহলে আমরা গেজেট প্রকাশ না করে তদন্ত করবো, তদন্তে যতগুলো কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাবো ততোগুলোতে পুনরায় ভোট হবে। যদি সব কেন্দ্রে অনিয়ম হয় তাহলো তো সব রেজাল্ট বাতিল করে পুনরায় ওই আসনে ভোট নেবার ক্ষমতা ইসির থাকবে। তাহলে সরকার তো ক্ষমতা খর্ব করেনি বরং আমাদের চাহিদামত কিছুটা হলেও বেড়েছে।

ইসি কমিশনার বলেন, মন্ত্রিপরিষদ যে খসড়া আইনে মতামত দিয়েছে, তা আমাদের কাছে আসলে আমরা তর্জমা করে দেখে আমাদের সুপারিশ তুলে ধরবো। তার পরে সেটা আবার মন্ত্রিপরিষদে যাবে, সংসদে পাস হবে। এটা সময় সাপেক্ষ। তাই এখনই বলা যাবে না আমাদের দাবি কতটা কমানো বা বাড়ানো হয়েছে।

ইত্তেফাক/এনএ/এমএএম