চলতি বছরের অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। অন্যদিকে বিশ্বকাপের আয়োজক ভারত। রাজনৈতিক বৈরিতার কারণে এশিয়া খেলতে পাকিস্তানে যেতে আপত্তি জানায় ভারত। পাল্টা হুমকি দিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবির এমন সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
ক্রিকেটারদের উজ্জীবিত করে আফ্রিদি বলেছিলেন, 'তোমরা খেলতে যাও, দেশ তোমাদের পিছনে আছে। সেখানে শিরোপা জেতা মানে আমাদের জন্য বড় জয় এবং বিসিসিআই'র গালে কষে চড় মারা।' আফ্রিদির এমন কথায় বেশ চটেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।
ক্রিকেটপাকিস্তান ডটকম ওয়েব পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদির সমালোচনা করে নাজাম শেঠি বলেন, 'বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারত যাবে কিনা, সেই সিদ্ধান্ত সরকার নেবে, আফ্রিদি নন।'
তিনি আরও বলেন, 'এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআই সচিব জয় শাহ ও আমারও নেই। যদি সরকার বলে আপনারা বিশ্বকাপ খেলতে যান, তাহলে অবশ্যই আমরা যাব।'