মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে কলেজছাত্র 

আপডেট : ২২ মে ২০২৩, ১৯:০৪

নোয়াখালীর সেনবাগে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে হাসিবুর রহমান (২০) নামে এক কলেজছাত্রকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। সোমবার (২২ মে) পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হাসিবুর রহমান দাগনভূঁইয়া ইকবাল মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং সেনবাগ পৌর শহরের কাদরা এলাকার হাবিবুর রহমান হারুনের ছেলে।

জানা যায়, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনিয়মিত ছাত্র আশরাফুল ইসলাম তানবির। সে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তানবির ২০২২ সালে এসএসসির হিসাববিজ্ঞান বিষয় ছাড়া অন্য সব বিষয়ে পাশ করে। এ বছর সে হিসাব বিজ্ঞান বিষয়ে আবারও ফরম পিলাপ করে। সোমবার ছিল সে পরীক্ষা। এ পরীক্ষায় আশরাফুল ইসলাম তানবিরের পরিবর্তে হাসিবুর রহমান নামে এক কলেজ ছাত্র প্রক্সি পরীক্ষা দিতে এসে কক্ষ পরিদর্শকের হাতে আটক হয়।

পরে আটক হাসিবুর রহমান দোষ স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। 

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটক হাসিবুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

ইত্তেফাক/এবি/পিও