গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ্ খানের সমর্থনে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) গাজীপুর মহানগরের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) স্থানীয় সাগর শইকত কনভেনশন হলে বিটিএফ গাজীপুর মহানগরের আহ্বায়ক মো. সফিকুল ইসলাম নবীনের সভাপতিত্বে এ সমাবেশ হয়। এতে প্রায় দুই হাজার নেতা-কর্মী যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ তৈবুল বশর মাইজভান্ডারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ডা. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দারী, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আলহাজ্ব মোহাম্মদ আলী ফারুকী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুব ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কাশেম মোল্লা মাইজভান্ডারী, সদস্য সৈয়দ ফারহান রিজভী, টাইঙ্গাল জেলা তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাহ হাবীবসহ গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ডের নেত্রীবৃন্দ।
বক্তারা বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল সুফীবাদ ও তরিকতপন্থীরা ঐক্যবদ্ধ। অপর দিকে স্বাধীনতা, মানবতা বিরোধী ও ধর্মদ্রোহীরা দেশ জাতী ও জনগণকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। ওই সকল ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আজমত উল্লাহ খানকে সমর্থন ও বিজয়ের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, এদেশের পীর মাশায়েকদের দল বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-এর নেতা-কর্মীদের ত্যাগের বিনিময়ে ২৫ মে নৌকার বিজয় হবে ইনশাহ আল্লাহ্। পরে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি করা হয়।