শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আইওএসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বানাতে পারবেন স্টিকার

আপডেট : ২৩ মে ২০২৩, ২২:১২

হোয়াটসঅ্যাপ ভাইবারের মতো ব্যবহারকারীদের স্টিকার ব্যবহার করার সুবিধা দেওয়ার পর থেকে অনেকে স্টিকার ব্যবহার করেন। কিন্তু এতদিন পর্যন্ত সবাইকে থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভর করতে হতো। 

কিন্তু ওয়েবেটাইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, হোয়াটসঅ্যাপে এখন স্টিকার বিল্ডার যুক্ত করার বিষয়ে ডেভেলপাররা কাজ করছেন। আইওএস ১৬ এর এপিআই থেকে এক্সট্র্যাক্ট করে এই স্টিকার টুল কাস্টোমাইজড স্টিকার তৈরি করতে সাহায্য করবে। 

যতদূর জানা গেছে, নতুন এই টুলটি চ্যাট শেয়ার শিটে থাকবে। ব্যবহারকারীরা তাদের লাইব্রেরি বা গ্যালারি থেকে ছবি নির্বাচন করে তাকে স্টিকার করে নিতে পারবেন। ফলে থার্ড পার্টি কোনো অ্যাপের  আর প্রয়োজন থাকছে না। আইওএসের ২৩.১০.০.৭৪ ভার্সনের বেটা হোয়াটসঅ্যাপে এই সুবিধা ইতোমধ্যেই চালু আছে। 

চলতি মাসের শুরুতেই নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে হোয়াটসঅ্যাপ কিছু ফিচার চালু করেছিল। এবার তারা ব্যবহারকারীদের সুবিধার জন্যও ফিচার চালু করছে। হোয়াটসঅ্যাপে স্টিকার টুলের স্ট্যাবল ভার্সন উন্মুক্ত হলে সব আইফোন ব্যবহারকারীই এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন। 

ইত্তেফাক/এআই