শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

আপডেট : ২৩ মে ২০২৩, ১৬:৫০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। মঙ্গলবার (২৩ মে) এ জামিন দেন আদালত যা আগামী ৮ জুন পর্যন্ত মঞ্জুর করা হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

১৮ মার্চ তোষাখানা মামলার শুনানি চলাকালে ইমরান ও তার দলের কর্মীরা পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল। এছাড়াও তারা ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্স (এফজেসি) এর সামনে বিক্ষোভ করেছিল বলে অভিযোগ করে পুলিশ। এই অভিযোগের পর ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর গোলরা, বরা কাহু, রমনা, খান্না ও সিটিডি পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়।

এতে আরও বলা হয়, আল-কাদির ট্রাস্ট মামলায় আজ ইমরান খান দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোয় (এনএবি) হাজিরা দিতে পারেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

এদিন পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও জামিন লাভ করেন।

এনএবি-এর একটি আদালত আগামী ৩১ মে পর্যন্ত বুশরা বিবির জামিন মঞ্জুর করেছেন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে আল কাদির ট্রাস্ট মামলায় শুনানিতে অংশ নিতে ইমরান খান পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) সামনে হাজির হবেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

গত ৯ মে আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হলে পরদিনই সুপ্রিম কোর্ট এই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেন। এরপর তিনি জামিনে মুক্তি পান।

ইমরান খানএক গ্রেপ্তারের ঘটনার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে পাকিস্তানে। পাশাপাশি দেশটিতে চলছে চরম অর্থনৈতিক সংকট। এমনকি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই তলানিতে যা দিয়ে আর মাত্র এক মাসের আমদানি খরচ মেটানো সম্ভব বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।

ইত্তেফাক/এএইচপি