মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফেডারেশন কাপ

শেষ মুহূর্তের ২ গোলে তৃতীয় কিংস

আপডেট : ২৪ মে ২০২৩, ১২:০৬

ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে বসুন্ধরা কিংস ও আবাহনীর বিপক্ষে শেখ রাসেল হেরে বিদায় নিয়েছিল। মঙ্গলবার (২৩ মে) আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় কিংস ও শেখ রাসেল। 

৮৪ মিনিট পর্যন্তও পিছিয়ে থেকে শেষ মুহূর্তে দুই ব্রাজিলিয়ানের নৈপুন্যে ২-১ গোলে জয় পায় কিংস। মঙ্গলবার বিকেলে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে কিংস। তবে নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে তারা। খেলার ৬ মিনিটেই বক্সের ভেতরে শেখ রাসেলের চার্লস দিদিয়েরকে ফাউল করে বসেন কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। ফলে পেনালটির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে শেখ রাসেলকে এগিয়ে দেন দিদিয়ের। 

প্রথমার্ধে ঐ গোল শোধ করার একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কিংস। বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ানোর একটি সুযোগ মিস করে শেখ রাসেল। অবশেষে নির্ধারিত সময় শেষ হওয়ার ৫ মিনিট আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কিংস। ৮৫ মিনিটে দূরপাল্লার শটে ম্যাচে সমতা ফেরান রবিনহো। 

এরপর যোগ করা সময়ে ডোরিয়েল্টনের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জয়সূচক গোলটি করেন মিগুয়েল ফেরেইরা। আর তাতেই নিশ্চিত হয়ে যায় কিংসের জয়। আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে ঢাকার ঐতিহ্যবাহী দুই দল আবাহনী ও মোহামেডান।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন