সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

উদ্ধার হওয়া হারানো ফোন ও প্রতারণার টাকা হস্তান্তর করেছে এপিবিএন 

আপডেট : ২৪ মে ২০২৩, ১৭:২৭
দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার হওয়া ৬৪টি হারানো মোবাইল ফোন ও বিকাশে প্রতারণার ৪০ হাজার ৩৯০ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএন হেডকোয়ার্টার্সের সাইবার টিম এসব ফোন ও টাকা উদ্ধার করে। বুধবার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এপিবিএন হেডকোয়ার্টার্স।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. ফিরোজ আল মুজাহিদ খান উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। 
 
এ সময় ফিরোজ আল মুজাহিদ খান সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং এপিবিএন হতে সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। এছাড়া সাইবার ক্রাইম, মানব পাচারসহ অন্যান্য অপরাধের তথ্য পেলে সংশ্লিষ্ট ব্যাটালিয়নসহ এপিবিএন হেডকোয়ার্টার্সকে অবহিত করার অনুরোধ জানান। 
 
ফিরোজ আল মুজাহিদ বলেন ‘সাধারণ নাগরিকের এ ধরনের সেবা দিতে এপিবিএন সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’  
 
তিনি জানান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স উইং (সিআইএ) চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ৩৬৮টি মোবাইল ফোন, বিকাশে প্রতারণার ৪ লাখ ৮০ হাজার ৪৩৯ টাকা, ১ জন ভিকটিম উদ্ধার, ভুয়া পুলিশ ও নিয়োগ সংক্রান্ত ২ জন প্রতারক গ্রেপ্তার, ১ জন জিনের বাদশা গ্রেপ্তার ও ৬টি ফেসবুক আইডি রিকভার করা হয়। 
 
মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার টাকা ফেরত পেয়ে উপকারভোগীরা এপিবিএন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ১ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) একেএম মোশাররফ হোসেন মিয়াজী, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) মো. কামরুল আমীন, এপবিএিন হেডকোয়ার্টার্স উইং মো. ফজলুল করিম পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, ইন্টেলিজেন্স) প্রমুখ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ইত্তেফাক/এসজেড