শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এক শর্তে ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপ খেলতে রাজি ভারত! 

আপডেট : ২৪ মে ২০২৩, ১৮:০৩

পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপ খেলতে রাজি হতে যাচ্ছে ভারত। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের জিও সুপার টিভি জানিয়েছে এক শর্তে হাইব্রিড মডেলের এশিয়া কাপ খেলতে রাজি হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী ২৭ মে সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিসিআই।

চলতি বছরে মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেট। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আসর। তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। আর তাই হুমকির মুখে পড়ে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন। পরে ‘হাইব্রিড মডেল’ এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব করে পিসিবি। এতেও আপত্তি জানায় ভারত।

আর তাই ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। আর তাই বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য পাকিস্তানের কাছে থেকে লিখিত নিশ্চয়তা চায় বিসিসিআই। এই শর্তে ভারত এশিয়া কাপ খেলতে রাজি বলে এক প্রতিবেদনে জানিয়েছেন জিও সুপার টিভি।

প্রতিবেদনে বলা হয় 'এশিয়ার অন্যান্য দেশ থেকে পাকিস্তান সমর্থন পাচ্ছে। বিসিসিআই এশিয়া কাপের হাইব্রিড মডেল নিয়েই এগিয়ে যেতে চায়।'

'তবে বিসিসিআই এটার সঙ্গে নতুন একটি শর্ত জুড়ে দিয়েছে। ২০২৩ বিশ্বকাপে ভারতে আসার জন্য পিসিবির কাছ থেকে লিখিত নিশ্চয়তা চায় বিসিসিআই। আহমেদাবাদে ২৭ মে একটি সভা হবে। সেই সভায় এটা নিয়ে সিদ্ধান্ত জানাবে বিসিসিআই।'


   

 

ইত্তেফাক/জেডএইচ