শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুগল কিবোর্ডে রিসাইজ অপশন

আপডেট : ২৪ মে ২০২৩, ২২:৫৪

আজকাল স্মার্টফোনের স্ক্রিনের সাইজে বদল এসেছে। বদল এসেছে স্মার্টফোনের ধরনেও। ফোল্ডেবল, ট্যাবলেট, স্মার্টফোনের স্ক্রিন বাদেও সনির ২১:৯ অ্যাসপ্যাক্ট রেশিওর ফোনও আছে।

অধিকাংশ সময় স্মার্টফোন স্ক্রিনে অপটিমাইজেশনের অভাবে অনেক অ্যাপের কিছু অংশ আর ব্যবহার করা যায় না। গুগল কিবোর্ড সম্ভবত এই সমস্যায় বেশি ভোগে। আর এই সমস্যার সমাধানেই গুগল রিসাইজ অপশন চালু করছে। 

রিসাইজকে সহজ করার জন্য গুগল একে শর্টকাট হিসেবে ব্যবহার করার চিন্তা করছে। এই শর্টকাট ব্যবহার করে এখন নিজের ইচ্ছেমত গুগল কিবোর্ডকে  উঁচু-লম্বা-নিচু করা যাবে। কিবোর্ডের নিচের দিকে ড্র্যাগ/ড্রপ অপশনের মাধ্যমেই তা করা যাবে। খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। ফিচারটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তবে এটি বাস্তবায়িত হলে ভালো কিছুই হবে। অন্তত ফোল্ডেবল বা ট্যাবে কিছু ক্ষেত্রে টাইপিং বিড়ম্বনা কমবে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন