সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চলন্ত ট্রেনের নিচে কিশোর, বেঁচে ফেরার ভিডিও ভাইরাল

আপডেট : ২৪ মে ২০২৩, ২২:২৩

আপন মনে ট্রেন লাইন ধরে হাঁটছিল এক কিশোর। হঠাৎ দেখে পেছনে মালবাহী রেলগাড়ি। ওমনি কাঁধের ব্যাগ মাথার ওপর রেখে শুয়ে পড়ে রেললাইনের মাঝে। কিন্তু ট্রেন চলে যাওয়ার পর অক্ষত অবস্থায় ফেরার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

মঙ্গলবার (২৩ মে) রাজধানীর কাওরান বাজার সংলগ্ন তেজগাঁও রেলস্টেশন এলাকার এ ঘটনা ঘটে। তবে ওই স্কুলছাত্রের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বুধবার (২৪ মে) দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি।

ট্রেনের নিচ শুয়ে আছে কিশোর। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখা যায়, একটি কিশোর ব্যাগ মাথার ওপর দিয়ে রেললাইনের মাঝে উপুড় হয়ে শুয়ে আছে। রেললাইনের ওপর দিয়ে যাচ্ছে মালবাহী ট্রেন। বাইরে থেকে লোকজন ছেলেটিকে একটুও নড়াচড়া না করা এবং মাথা উঁচু না করার পরামর্শ দিচ্ছেন। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর ট্রেন থামলে সেখান থেকে বেরিয়ে আসে ওই কিশোর।

ট্রেনের নিচ থেকে বের হওয়ার পর বিস্মিত জনতা। ছবি: সংগৃহীত

ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে ঘটনাটি জেনেছি। এটি মঙ্গলবার দুপুরের ঘটনা।’ 

তিনি আরও জানান, ওই কিশোরের পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা চলছে।

ইত্তেফাক/পিও