মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে তৃতীয় মাত্রায় কথা বলবেন ডোনাল্ড লু

আপডেট : ২৫ মে ২০২৩, ০০:৩৮

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ মে) রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন এক টুইট বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধাদানকারীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের নতুন এই ভিসা নীতি নিয়ে আজ বুধবার দিবাগত রাত (২৫ মে) ১টায় চ্যানেল আই-এর তৃতীয় মাত্রা অনুষ্ঠানে কথা বলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির ও আর্টিকেল নাইনটিন-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল। অনুষ্ঠানটি চ্যানেল আই-তে রাত ১টায় সরাসরি সম্প্রচারিত হবে। আগামীকাল সকাল ৯.৪৫ মিনিটে পুনঃপ্রচারিত হবে।

ইত্তেফাক/এসটিএম