নির্দেশনা অমান্য করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দিনে মোটরসাইকেল নিয়ে বের হয়ে চাবি হারালেন যুবক। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোটরসাইকেলের চাবি জব্দ করেছেন।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল পৌনে ৯টার মিনিটের দিকে ৩৫ নং বাড়ীয়ালী নলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, মোটরসাইকেল নিয়ে কেন্দ্রের সামনে ঘোরাফেরা করার সময় মাছুমকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন ভোটের দিন মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন, এর কোনো সদুত্তর দিতে না পারায় বাইকের চাবি জব্দ করা হয়।
অবশ্য শুক্রবার (২৬ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে চাবি নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এদিকে মাসুম দাবি করেন, ভোটের দিন মোটরসাইকেল নিয়ে বাইরে বের হওয়া যাবে না এমন নিয়ম তিনি জানতেন না।